‘পাকিস্তানী ১৯৫ যুদ্ধাপরাধীর বিচার হবে’

চিহ্নিত ১৯৫ পাকিস্তানী যুদ্ধাপরাধীর বিচার করা হবে। এজন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী সোমবার সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত অনুষ্ঠানে একথা জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশী মানবতাবিরোধীদের বিচার হলেও পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচার এখনও সম্ভব হয়নি। তবে তাদের বিচারও করা হবে। ’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ আজাদী লীগের সভাপতি এডভোকেট এস. কে শিকদার।



মন্তব্য চালু নেই