জঙ্গিদের সম্পর্কে বাড়িওয়ালার মেয়ে জোনাকি যা বললেন

অনলাইন ব্যবসায়ীর পরিচয়ে আশকোনার বাড়িটি ভাড়া নিয়েছেল জঙ্গিরা। বাড়িওয়ালার মেয়ে জোনাকি একথা জানিয়েছে।

তিনি বলেন, ‘১ সেপ্টেম্বর ১০ হাজার টাকা ভাড়ার বাড়িটি তারা ভাড়া দিয়েছিল। ভাড়া নেয় ইমতিয়াজ আহমেদ নাম দিয়ে। ভাড়া নেওয়া সময় ওই ব্যক্তি জানান, তিনি অনলাইনে বেচাকেনা করেন। সে জানায়, স্ত্রী-সন্তানসহ নিয়ে বাসায় থাকব। তবে মাঝে মধ্যে তার বোন আসা-যাওয়া করবে। ৩ তারিখে তারা বাসা ওঠে। তবে তারা বাসা থেকে কম বের হতো। শান্ত-শিষ্ট ছিল বলে তাদের কখনও সন্দেহ হয়নি।’

তারা ভাড়াটিয়া ফরম পূরণ করে পুলিশের কাছে দিয়েছিল এবং ন্যাশনাশ আইডির একটা কপিও জমা দিয়েছেল বলে জানান জোনাকি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ২টা থেকে দক্ষিণখানের আশাকোনার ওই বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল (সিটিটিসি) ইউনিট, সোয়াত টিম। সমঝোতার ভিত্তিতে এখন পর্যন্ত সন্তানসহ দুই নারী আত্মসমর্পণ করেছে। বাকিরা বাড়ির মধ্যে অবস্থান করছেন। তাদের জীবিত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।



মন্তব্য চালু নেই