রুবেল না মিরাজ, কাকে পছন্দ হাথুরুসিংহের?

আর মাত্র দুইদিন। অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে ক্রাইস্টচার্চে টিম হোটেলে পৌঁছে দ্রুতই টিম মিটিং সেরে নিয়েছেন কোচ হাথুরুসিংহে। প্রথম একদিনের ম্যাচের দল কেমন হবে তা নিয়েই ছিলো গুরুত্বপূর্ণ এই টিম মিটিং।

হাথুরুসিংহের মনে দুইটা নাম নিয়ে বেশি ঘোর পাক খাচ্ছে। পেসার রুবেল হোসেন ও স্পিনার মেহেদি হাসান মিরাজ। এই দুইজনের একজনের জায়গা হতে পারে সেরা একাদশে।

এর আগে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিশ্বকাপে চার পেসার নিয়ে খেলে বাংলাদেশ ভালো সুবিধা করতে পেরেছিলো। আগের ফলাফল বিবেচনা করলে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাথে চতুর্থ পেসার হিসেবে দেখা যেতে পারে রুবেল হোসেনকে। সেক্ষেত্রে একদিনের ক্রিকেটে অভিষেকের জন্য আরো প্রহর গুণতে হবে মিরাজকে। তবে টেস্ট অভিষেকেই ইংল্যান্ডের বিপক্ষে ঝলক দেখিয়েছিলেন মিরাজ। এছাড়া মিরাজ দলে থাকলে শেষের দিকে ব্যাটিংয়ে টাইগাররা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি সাকিব আল হাসানের সাথে স্পিন সঙ্গী হিসেবে দলের শক্তি বাড়াবে। এসব বিবেচনায় মিরাজকে এখনি তালিকা থেকে বাদ দিতে পারছে না টিম ম্যানেজমেন্ট।

প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে রয়েছেন আর একজন স্পিনার তানভীর হায়দার। তবে তাঁর খেলার সম্ভাবনা একদম কম।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৪ টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।



মন্তব্য চালু নেই