৫ মাস আগে বাসাটি ভাড়া নিয়েছিল জঙ্গিরা

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় হাজি ক্যাম্পের কাছে ‘সূর্যভিলা’ নামে যে বাড়িটিতে পুলিশ অভিযান চালাচ্ছে ৫ মাস আগে জঙ্গিরা ওই বাসাটি ভাড়া নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ার ৫০ নং বাসাটি ভাড়া নেয়ার সময় দু’জন এসেছিলেন। তারা কারা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে ভাড়া নেয়ার সময় এক নারী জানিয়েছিলেন তারা স্বামী চাকরিজীবী। এসব জানিয়েছে তিনতলা ভবনটির নিচতলার একটি ইউনিট ভাড়া নেয় জঙ্গিরা।

এই বাসাটির মালিকের নাম জামাল হোসেন। তিনি কুয়েতপ্রবাসী।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল একটি সূত্র এসব তথ্য নিশ্চিত জানিয়েছে।



মন্তব্য চালু নেই