কলারোয়া খাদ্যগুদামে আমন চাল সংগ্রহের উদ্বোধন

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খাদ্যগুদামে আমন চাল সংগ্রহ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কলারোয়া সরকারি খাদ্য গুদামে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় প্রধান অতিথি হিসেবে আমন চাল সংগ্রহের উদ্বোধন ঘোষণা করেন। খাদ্য মন্ত্রণালয়ের পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভায় চলতি আমন মৌসুমে প্রতি কেজি চালের মূল্য ৩৩ টাকা নির্ধারণ করা হয়। সে মোতাবেক এ উপজেলায় ১৮৬ মেঃ টন চাল সংগ্রহের বরাদ্দ অনুযায়ী ২২ডিসেম্বর হতে ১৫ মার্চ পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজিত কুমার মূখার্জী, কলারোয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলার সবুজ রাইস মিলের আঃ মান্নান মুকুল, দাউদ রাইস মিলের আবু দাউদ, মিলার ফজলুর রহমান, শফিকুর রহমান মালী, মোকলেছুর রহমান, ফজলুর রহমান সানা প্রমুখ।



মন্তব্য চালু নেই