চলে গেলেন অভিনেতা খলিল
বিশিষ্ট অভিনেতা খলিলউল্ল্যাহ খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন এই অভিনেতা।
বর্ষীয়ান এই অভিনেতা ২০১১ সাল থেকে ফুসফুস, যকৃত ও মুত্রথলির নানা রোগে ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি করা হয়। তার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টিভি নাটকের মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু। ১৯৫৯ সালে জহির রায়হান পরিচালিত ‘সোনার কাজল’-এর মাধ্যমে সিনেমার জগতে পা রাখেন। এরপর অভিনয় করেছেন আটশ’রও বেশি সিনেমায়। বর্ষীয়ান এই অভিনেতা মূলত খলচরিত্রেই অভিনয় করেছেন। তবে ঐতিহাসিক কাহিনিনির্ভর ‘ফকির মজনু শাহ’ সিনেমায় তিনি নাম ভূমিকায় অভিনয় করে ভূয়সী প্রশংসা পান।
শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’- মিয়ার বেটার ভূমিকায় অভিনয় করেন খলিলউল্লাহ।
মন্তব্য চালু নেই