আশুলিয়ায় আজও মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক : শিল্পাঞ্চল আশুলিয়ায় অশান্ত পরিস্থিতি মোকাবেলায় আজো মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক বিজিবি, র্যা ব পুলিশ। এদিকে শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের উস্কে দেয়ার অভিযোগে সাত শ্রমিক নেতাকে আটক করেছে পুলিশ।

গতকালের মতো আজো সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানাগুলোর সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। শিল্পাঞ্চল জুড়ে রয়েছে বিজিবি, র্যা বের টহল।

এদিকে শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের উস্কে দেয়ার অভিযোগে সাত শ্রমিক নেতা ও দুই শ্রমিককে আটক করেছে পুলিশ।
শ্রমিক অসন্তোষের ঘটনায় আশুলিয়া থানায় পৃথক তিনটি মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক শ্রমিককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে আজও নিত্যপন্যের দাম কমিয়ে অবিলম্বে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবি জানিয়েছে শিল্পাঞ্চলের
শ্রমিকরা।



মন্তব্য চালু নেই