খালেদা জিয়ার সঙ্গে রুশনারার সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) ও বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্যদূত রুশনারা আলী।
বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান রুশনারা আলী।
খালেদা জিয়া ব্রিটিশ এমপি রুশনারা আলীকে স্বাগত জানান। পরে উভয়ের মধ্যে কথাবার্তা হয়।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে উভয়ে আলোচনা করেন। যুক্তরাজ্যের এ বিশেষ দূত আলোচনা করেন ব্যবসা-বাণিজ্যের নানা দিক নিয়ে। উভয়ই আশা করেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।
এ সময় রুশনারা আলীর সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
বিএনপির পক্ষে এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
রুশনারা আলী দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাজ্যের আগ্রহ পুনর্ব্যক্ত করতে তিনি এসেছেন। তাঁর উপস্থিতিতে পায়রা সমুদ্রবন্দর থেকে ঢাকা পর্যন্ত রেলওয়ে নির্মাণে ব্রিটিশ কোম্পানির সঙ্গে চুক্তি সই হয়েছে।
বাণিজ্য দূত হিসেবে এই প্রথম ঢাকা সফর করলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী।
মন্তব্য চালু নেই