নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন বর্জন নয়, শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ। তবে নির্বাচনকে প্রভাবিত করতে নির্বাচনী এলাকার আশপাশে অবস্থান করছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। তাই ভোটদানের পরিবেশ নিরাপদ করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রিজভী বলেন, ‘ভোট শেষ না হওয়া পর্যন্ত ওখানে (ভোট কেন্দ্রে) বিএনপির যারা পোলিং এজেন্ট আছেন, তারা কেউ সরে আসবেন না। ভোটের সময় পর্যন্ত ভোট নিশ্চিত করে সেখান থেকে ফিরে আসবেন। ভোট বর্জনের কোনো প্রশ্নই আসে না।’

বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে ফল ঘোষণা পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান রিজভী।

অন্যদিকে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় কি না, তা নারায়ণগঞ্জ নির্বাচনেই প্রমাণিত হবে।

সরকারের সদিচ্ছা থাকলে রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠিত হবে বলেও মন্তব্য করেন রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল কাইয়ুম, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা সেলিম ভুঁইয়া, এবিএম মোশাররফ হোসেন, মনির হোসেন, আবদুল আউয়াল খান, আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রমুখ।



মন্তব্য চালু নেই