কলারোয়ায় সদ্য কারামুক্ত ইউপি চেয়ারম্যান মনিরুলের সংবর্ধনা সভায় এমপি লুৎফুল্লাহ

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস.এম মনিরুল ইসলাম রোববার সাতক্ষীরার বিজ্ঞ আদালত থেকে জামিন লাভ করেছেন। রোববার বিকেলে সাতক্ষীরা কারাগার থেকে মুক্ত হওয়ার পর রোববার সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে কলারোয়া উপজেলা চত্ত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সংসদস সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা আফরোজা আত্মহত্যার প্ররোচনায় প্রকৃত দোষীদের বিচার দাবি করছি। আত্মহত্যার সময় ওই ঘরে বাইরে থেকে কারা শিকল তুলে দিয়েছিল তা উৎঘাটন করা দরকার। তিনি বলেন, ওইদিন একটি ছেলে মেয়ের আপত্তিকর অবস্থার খবর ছড়িয়ে দেওয়ায় সৃষ্ট জনরোষ থেকে তাদের বাঁচাতে চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউনিয়ন পরিষদে ডেকে আনতে বলেন। এরপর চেয়ারম্যান ওই ছেলে-মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তার কাছে ওই ঘটনাটি সত্য প্রতীয়মান না হওয়ায় তাদের যার যার বাড়ি চলে যেতে বলেন চেয়ারম্যান। তবে তিনি তাদেরকে ডেকে আনতে বললেও বেঁধে আনতে বলেননি। অতি উৎসাহের কারণে তাকে হাসানসহ কয়েকজন বেঁেধ নিয়ে আসে। যেটা অত্যন্ত দুঃখজনক ও মানবতার লংঘন। মেয়েটি অপমানিত হওয়ার এটি একটি বড় কারণ। তিনি আরো বলেন, আমাদের বিজয় অর্জিত হয়েছে, আপনারা শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যান। আইন তার নিজস্ব গতিতে চলবে। সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম, সহকারী অধ্যাপক আব্দুর রহিম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আশরাফ হোসেন, জামাই সিরাজ, কাজল মেম্বারসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।



মন্তব্য চালু নেই