আনুষ্কার নায়ক হতে, বিরাটের অস্বীকৃতি
বলিউডের একটি ছবিতে আনুষ্কার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহেলি। কিন্তু তাতে অস্বীকৃতি জানিয়েছেন এই ক্রিকেট তারকা।
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহেলির সঙ্গে বলিউড তারকা আনুষ্কা শর্মার প্রেম দীর্ঘদিনের। সেই প্রেমেরে সূত্র ধরেই বাস্তব জীবনের এই জুটিকে পর্দায় হাজির করতে চেয়েছিলো প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। কিন্তু তাতে সায় দিলেন না বিরাট। কারণ ক্রিকেট নিয়ে ব্যস্ততার কারণে এই মুহুর্তে ছবিতে অভিনয় করার সুযোগ নেই তার।
উল্লেখ্য, যশরাজ ফিল্মের হাত ধরেই ২০০৮ সালে ‘রাব নে বানা দে জোরি’ ছবির মাধ্যমে ক্যারিযার শুরু করেছিলেন আনুষ্কা। ছবিতে তার বিপরীতে ছিলেন শাহরুখ খান।
মন্তব্য চালু নেই