মাগুরায় মহান বিজয় দিবস পালিত
মাগুরা প্রতিনিধি॥ মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার মহান বিজয় দিবস পালিত হয়েছে ।
মাগুরা জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে । প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি , সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন , ভোরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন ও সকাল সাড়ে আটটায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে পুলিশ, আনসার,ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স , রোভার স্কাউট ,গার্লস গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশনী এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।
বিজয় দিবস উপলক্ষে জাতির শান্তি ,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ ,মন্দির ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয় । তাছাড়া হাসপাতাল ,জেলখানা , সরকারি শিশু পরিবার এবং সকল এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয় । সন্ধ্যায় জেলার সরকারি ভবন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা এবং আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
মন্তব্য চালু নেই