বিশ্বসেরা হওয়ার পর রোনালদোর আরেকটি নতুন ঝলক

সদ্যই বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই আনন্দের রেশ না কাটতেই তার সাফল্যে যোগ হলো আরেকটি পালক।

ক্লাব ফুটবলে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ৪র্থ বার ব্যালন ডি’অর জয়ের সুখস্মৃতি সঙ্গী করে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব আমেরিকার বিপক্ষে খেলতে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

সেই ম্যাচেই এ কীর্তি গড়েন তিনি। অবশ্য মাইলফলক গড়া গোলটির দেখা পেতে তাকে ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। শেষ বাঁশি বাজার সামান্য আগে হামেস রদ্রিগেজের পাস থেকে বল পেয়ে তা জালে জড়িয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছান সিআরসেভেন।

ক্রিশ্চিয়ানো রোনালদোর অনন্য মাইলফলক স্পর্শের দিনে সেমিফাইনাল বাধা উতরে গেছে রিয়াল মাদ্রিদ। ক্লাব আমেরিকাকে তারা হারিয়েছে ২-০ গোলে। স্প্যানিশ জায়ান্টদাদের হয়ে ম্যাচের ৪৫ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।



মন্তব্য চালু নেই