বিজয় দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন।
শুক্রবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী বিশেষ সিলমোহরের মাধ্যমে ১৬ টাকা মূল্যের এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন। শনিবার থেকে দেশের সব ডাকঘরে এই স্মারক ডাক টিকিট বিক্রি শুরু হবে।
একই সঙ্গে ৩, ৭, ১০ ও ১২ টাকা মূল্যের আরো চারটি ডাক টিকিট এবং ৪৫ টাকা মূল্যমানের স্যুভেনির ও দুইটি বিশেষ সিলমোহর অবমুক্ত করা হয়।
পাশাপাশি দশ টাকা মূল্যমানের দুইটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের দুইটি ডাটা কার্ডও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই