‘মেসিই সেরা’

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ। এ নিয়ে আলোচনা-সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কে এগিয়ে? জাভি হার্নান্দেজ জানিয়ে দিলেন, মেসিই সেরা; ট্রফি দিয়ে সেরা খেলোয়াড় নির্বাচক করা যায় না। হঠাৎ জাভির এমন কথা কেন?

মেসিকে হারিয়ে ব্যালন ডি’অর-২০১৬ জিতেছেন রোনালদো। নিজ দেশ পর্তুগালের হয়ে ইউরো জিতেছেন তিনি। আর ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন সিআর সেভেন। এই দুটি মেজর ট্রফি জেতার স্বীকৃতি পেলেন রোনালদো। তার পরেও এবারও মেসির হাতেই এই পুরস্কারটা দেখতে চেয়েছিলেন জাভি।

তাইতো অনেকটা ক্ষোভের সুরেই জাভি বলেন, ‘তারা (নির্বাচকরা) মেজর ট্রফি খুঁজেছেন। কিন্তু অন্যান্য বছরগুলোতে এমনটা করেননি সেরা ফুটবলারকে বেছে নিতে। অন্য কেউ (রোনালদো) ট্রফি জিততে পারে, তার পরেও মেসিই সেরা!’



মন্তব্য চালু নেই