শহীদ বুদ্ধিজীবী দিবসে গণবিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি
বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় গণ বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারত করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী , বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা র্যা লী সহকারে মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হয়ে পুস্পস্তবক অর্পণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও চিকিংসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আশরাফ-উল-করিম খান, কলা ও সামাজিক অনুষদের ডীন অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মনসুর মুসা, আইন বিভাগের প্রধান মো: রফিকুল আলম, ফলিত গণিত বিভাগের প্রধান ড. আব্দুস ছালাম, পদার্থ ও রসায়ন বিভাগের প্রধান ড. এম. ফজলুল হক, সঙ্গীত পরিচালক এনায়েত-ই-মওলা জিন্নাহ, ছাত্র সংসদের ভিপি শামিম হোসেনসহ বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই