নওগাঁর মান্দায় অভিনব কায়দার বাল্যবিয়ে, যেন বিশ্ব রেকর্ড!
ছয় মাসের শিশু সেলিনাকে নিয়ে বসে আছেন দুই নারী। বাড়ির খলিয়ানে ছোট একটি মন্ঞ্চ বানিয়ে শিশুটিকে এমনভাবে তার
মুখে ভাত দেয়ার অনুষ্ঠান চলছে,খলিয়ানের অন্যদিকে চলছে আমন্ত্রিতদের অতিথিতায়ন। আর বাড়ির ভিতর চলছে বাল্যবিয়ের প্রস্তুতি। শুক্রবার বাদ জুমুয়া এভাবেই অভিনব কায়দায় শিশু শাপলা খাতুনের(১২) বাল্যবিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বাল্য বিয়ের শিকার শাপলা খাতুন নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের লবির উদ্দীনের মেয়ে অন্যদিকে বর ছিল মটগাড়ী গ্রামের সফির উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম(১৮)। গ্রামসূত্রে জানাগেছে প্রশাসনের চোখকে ধূলি দিতেই এই নাটকিয়তা। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কয়েকজন পুলিশ নিয়ে উপস্থিত হলে লোকজন শিশু ছেলিনাকে ভাত দেবার আয়োজন বলে এসিল্যান্ডকে উপস্থাপন করে। অতঃপর স্বাক্ষ্য ও প্রমানের অভাবে তারা ফেরৎ আসতে হয়। শাপলার এমন বিবাহ কাহীনি বিশ্বে বোধহয় প্রথমবার ঘটল! উল্লেখ্য যে, বৃহস্পতিবার উপজেলার সৈয়দপুর গ্রামে মেয়ে জুলেখাকে বাল্যবিয়ের দায়ে পিতা সোহাগের ২০ দিনের জেল হয়েছে।
মন্তব্য চালু নেই