‘আম্মা’র শোকে মৃতের সংখ্যা বেড়ে ৪৭০ জন

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুশোকে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। রবিবার এই সংখ্যা দাঁড়িয়েছে ৪৭০ জনে।

এর আগের দিন শনিবার ছিল ২৮০ জন। চার দিন আগে সংখ্যাটি ছিল ৭৭ জন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জয়ললিতার দল এআইএডিএমকে মারা যাওয়া ১৯০ জনের নামের তালিকা প্রকাশ করেছে। এ ছাড়া চারজন আত্মহত্যারও চেষ্টা করেছে বলে দলটি জানিয়েছে। দলটি আগেই ঘোষণা দিয়েছিল, জয়ললিতার মৃত্যুশোকে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ৩ লাখ রুপি এবং আত্মহত্যার চেষ্টাকারীদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

তবে রবিবার দলটি এক বিবৃতিতে জানিয়েছে, আত্মহত্যার চেষ্টা করে বেঁচে যাওয়া চারজনকে চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি দেওয়া হবে।



মন্তব্য চালু নেই