ফেব্রুয়ারিতে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী

আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ভারত সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর শনিবার বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করার সময় প্রধানমন্ত্রী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভারত সফরের বিষয়ে তার আগ্রহের কথা জানান।

এই সাক্ষাত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, দুই দেশের কর্মকর্তারা আলোচনা করেই এই সফরসূচি চূড়ান্ত করবেন।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৮ ডিসেম্বর ভারত যাওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায়।

তথ্যসূত্র : বাসস।



মন্তব্য চালু নেই