কলারোয়ায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করলেন এড. মুস্তফা লুৎফুল্লাহ
কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ২০১৮ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের আয়োজনে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির জি.এম রবীন্দ্রনাথ দাস, সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি চিত্তরঞ্জন চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির ঝাউডাঙ্গা অফিসের ডেপুটি জেলারেল ম্যানেজার রেজাউল করিম খাঁন, কলারোয়া থানার ওসি তদন্ত আখতারুজ্জামান, কলারোয়া অফিসের এজিএমকম স্বপন কুমার, সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির সচিব ও কলারোয়া পল্লি বিদ্যুৎ সমিতির ৮নং এলাকার পরিচালক সাইফুল্লাহ আজাদ, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, নুরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হামিদ, শামছুদ্দীন আল মাসুদ বাবু, মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম আসলাম, মাহাবুবুর রহমান মফে, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক, আলহাজ্ব ডাক্তার আব্দুর জব্বার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মুন্না, প্রভাষক আরিজুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান প্রমুখ।
মন্তব্য চালু নেই