কন্যা অউব্রিকে নিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব
আগেও দুইবার বিপিএল শিরোপা ঘরে তুলেছিল তখনকার ঢাকা গ্ল্যাডিয়েটর। দুবারই শিরোপা উঠেছিল অধিনায়ক মাশরাফির হাতে। এবার চতুর্থ আসরে ঢাকার হয়ে শিরোপা উঠলো সাকিবের হাতে।
চতুর্থ আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ শেষে তাই বিজয়ী দলের অধিনায়ক পুরস্কার
বিতরণী মঞ্চে উঠতে হতে হয় কিছু বলার জন্য। তবে এবারের বিপিএল ফাইনালে মিরপুর শেরে বাংলার পুরস্কার বিতরণী মঞ্চে বাড়তি আকর্ষণ সৃষ্টি করছেন সাকিব-শিশিরের কন্যা অউব্রি।
রীতিমত বাবার কোলে উঠে চলে গেলেন পুরস্কার বিতরণী মঞ্চে। বাবা সাকিব যখন ধারাভাষ্যকর শামীম আশরাফ চৌধুরীর একটার পর একটা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অউব্রি তখন সাকিবের কোলে একবার বাবার দিকে একবার শামীম আশরাফ চৌধুরীর দিকে তাঁকিয়ে ছিলেন। সব মিলিয়ে বিপিএল ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে বাড়তি একটা চমক ছিল সাকিবের সেলিব্রেটি কন্যা অউব্রি।
শুক্রবার মিরপুর স্টেডিয়ামে প্রতিপক্ষ রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে ঢাকাবাসীদের আনন্দে মাতাল সাকিব-সাঙ্গাকারা-ব্র্যাভোরা।
মন্তব্য চালু নেই