৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

কুড়িগ্রাম সংবাদদাতা :  নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এই দিনে মুক্তিযোদ্ধাদের সাড়াশি আক্রমনের মুখে পাক সেনারা কুড়িগ্রাম থেকে পালিয়ে যায়।

এরপর হানাদার মুক্ত হয় কুড়িগ্রাম। এ দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্ত্বর থেকে একটি সম্মিলিত র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে র‌্যালী স্বাধীনতার বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়।

মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরনে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ,কুড়িগ্রাম প্রেস ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পুষ্পার্ঘ অর্পন শেষে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সেখানে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, আব্দুল বাতেন, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।
ছবি-ইমেইলে।



মন্তব্য চালু নেই