অ্যাসাঞ্জ-ওবাবা-ট্রাম্পকে পেছনে ফেলেছেন মোদি
বিশ্বখ্যাত টাইমস ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ হওয়ার দৌড়ে পাঠকদের মতামতের ভিত্তিকে এগিয়ে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টাইস ম্যগাজিনের খবরে বলা হয়েছে, ৫০০ ও ১০০০ হাজার নোট বাতিলের পর সেপ্টেম্বরের থেকে নভেম্বরে মোদির জনপ্রিয়তা বেড়েছে। সেপ্টেম্বরে মোদির পক্ষে ছিলেন ৮১ শতাংশ পাঠক।
যারা মোদিকে সমর্থন করছের তারা অন্য আরো কারো পক্ষে ভোট দেবেন না বলেও মনে করা হচ্ছে।
মোদির পরেই আছেন জুলিয়ান অ্যাসাঞ্জ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প।
সংবাদজগতে বিশেষ গুরুত্ব পাওয়া একজন ব্যক্তিকে প্রতিবছন পার্সন অব দ্য ইয়ার নির্বাচন করে টাইমস ম্যাগাজিন। এই ম্যাগাজিনের সম্পাদক শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেও পাঠকদের মতামতের গুরুত্ব আছে।
মন্তব্য চালু নেই