কলারোয়া উপজেলা প্রশাসনের সদ্যপ্রাক্তন ১১ কর্মকর্তার বিদায় সংবর্ধনা
কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ১১জন কর্মকর্তার বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকালে অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়।
অন্যত্র বদলি হওয়ায় কলারোয়ার সদ্যপ্রাক্তন ওই ১১ কর্মকর্তার বিদায় সংবর্ধনায় বিভিন্ন উপহার সামগ্রি তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা জেসমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, এলজিইডি প্রকৌশলী আবেদুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা কুদরত-ই-খুদা, নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ, আনসার ভিডিপি কর্মকর্তা মাহবুবর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিপুল হোসেন ও সহকারী কৃষি কর্মকর্তা খাঁন মমতাজ উদ্দীন।
এছাড়াও অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, কৃষি কর্মকর্তা মহসীন আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ।
মন্তব্য চালু নেই