মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার নেগারি সিম্বিলান সমুদ্রতীরের পোর্ট ডিকসনে অভিযান চালিয়ে ৭৬৭ বাংলাদেশিসহ ৯ শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। রোববার পোর্ট ডিকসনের বিভিন্ন নির্মাণ সাইটে এ বিশেষ অভিযান চালানো হয়।

দেশটির ইমিগ্রেশন পরিচালক হাপযান হোসেনী বলেন, বিশেষ এ অভিযানে বাংলাদেশি ৭৬৭, পাকিস্তানি ৮০, ভারতীয় ৫০, ইন্দোনেশিয়ান ২২, শ্রীলঙ্কান ১৩, মিয়ানমারের ৩ এবং ২ নেপালিসহ মোট ৯৩৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। রোববার সকাল ৮টা থেকে শুরু হয় রাত ১০টা পর্যন্ত এ অভিযান চলে।

তিনি আরও বলনে, আটক ব্যক্তিদের কাছে মালয়েশিয়ায় অবস্থান করার বৈধ কাগজপত্র ছিল না। তারা সবাই নির্ধারিত সময়ের পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।



মন্তব্য চালু নেই