সাবধান! লিঙ্ক ক্লিক করলেই ব্লাস্ট হতে পারে আপনার আইফোন

সম্প্রতি নতুন এক ভিডিও লিঙ্ক ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। বলা হচ্ছে, এই ভিডিওটিতে ক্লিক করলেই একটি আইফোনকে নিমিষে ক্র্যাশ করাতে পারে। বলা হচ্ছে, আইফোন ধ্বংসকারী এই ভিডিও লিঙ্কটি এসেছে চীনের সিনা ওয়েইবোর ভিডিও শেয়ারিং অ্যাপ মিয়াওপাই থেকে। এ তথ্য প্রথম পাওয়া যায় ‘ইউটিউবার এভরিথিংঅ্যাপলপ্রো’ নামের এক ইউজারের কাছ থেকে। তিনি একটি শিরোনাম নামের এক ভিডিও বের করেন তাতে তিনি বলে ‘এই ভিডিও-তে যে কোনও আইফোন ক্র্যাশ করবে’। সেখানে বলা হয়, একটি নির্দিষ্ট এমপি4 ফরমেটের ভিডিও চালালেই আইফোন এবং আইপ্যাড ফ্রিজ হয়ে যাবে।

এক প্রতিবেদনে বলা হয়, এই ভিডিওটি চালালে আইওএস ডিভাইস স্লো হতে থাকবে এবং এক সময় পুরোপুরি থেমে যাবে। আপাতত এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ইউজারদের সফট রিসেট বা হার্ড রিবুট করতে হবে। আইওএস 5 এর মতো পুরনো আইওএস থেকে শুরু করে আইফোন 7-কে পর্যন্ত অকেজো করে দিতে পারে এটি। দ্য নেক্সট ওয়েব আরও এক প্রতিবেদনে জানানো হয়, ভিডিওটি একটি করাপটেড ফাইল যা সাফারি ব্রাউজারে লোড হয়ে মেমোরি লিকের চেইন সৃষ্টি করে। তখন আইওএস একে সঠিকভাবে অপারেট করতে পারে না। এতে আইফোন বা আইপ্যাড ক্র্যাশ করে। দ্য নেক্সট ওয়েবের প্রতিবেদনে আরো বলা হয়, অ্যান্ড্রয়েড মোবাইলে এই ভিডিও চালাতে কোনো সমস্যা হচ্ছে না। তবে আইফোনকে আটকে দেয় এমন ঘটনা এই প্রথম নয়। এ বছরের প্রথম দিকে অ্যাপল আইওএস 9.3.1 ছাড়ে যা অ্যাপগুলোকে ফ্রিজ করে দেওয়া সাফারির সেই বাগকে মেরে ফেলতে পারে। সাফারিতে ওই ভিডিও লিঙ্কে ক্লিক করলেই আইওএস 9.3 এর অ্যাপগুলো আর কাজ করে না। আইওএস 9-এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। সাফারির বাগ কিলার আনার পর অ্যাপল জানায়, সাফারি একটি লিঙ্কে ক্লিক করার পর অন্যান্য অ্যাপ অকার্যকর হয়ে পড়ার সমস্যাটি ঠিক করা হয়েছে।



মন্তব্য চালু নেই