বিমানের তথ্য মিলবে এসএমএসে
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2014/12/বিমান.jpg)
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসএমএসের (SMS) মাধ্যমে যাত্রীদের স্বল্প সময়ের মধ্যে দ্রুত বিমান সম্পর্কিত তথ্যাদি প্রেরণ শুরু করেছে। এই এসএমএসের মাধ্যমে যাত্রীদের ফ্লাইট শিডিউল পরিবর্তনসহ সব তথ্য অবহিত করা হবে।
বিমানের সহকারী ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতার জানান, সর্বাধুনিক এই সেবা চালুর ফলে যাত্রীরা যাত্রার পূর্বেই ফ্লাইট শিডিউল সম্পর্কে জানতে পারবেন এবং যথাসময়ে তাদের বিমানবন্দরে উপস্থিত থাকতে পারবেন। আগাম তথ্য পাওয়ার কারণে যাত্রী সাধারণ এখন থেকে অকারণ বিড়ম্বনার এড়াতে পারবে।
এর মাধ্যমে বিমান তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল বলেও মন্তব্য করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সার্ভিসটি ‘বাংলালিংক এসএমএস গেটওয়ে’র মাধ্যমে নিয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে বাংলালিংক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মন্তব্য চালু নেই