আশুলিয়ায় পোশাক শ্রমিককে ধর্ষণ
আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে সোমবার রাতে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শ্রমিক বাদি হয়ে আশুলিয়া থানায় অভিযোগ করলে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুমকে (২৫) গ্রেফতার করে।
আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মেয়েটির পরিবার ও পুলিশ জানিয়েছে, শিল্পাঞ্চলের শিমুলতলা এলাকার ভূঁইয়া টাওয়ারের স্যামস অ্যাটায়ার পোশাক কারখানায় কাজ শেষে সোমবার রাত ৮টার দিকে বাসায় ফিরছিলেন ওই নারী শ্রমিক। এ সময় চিত্রশাইল এলাকার লুৎফর রহমানের ছেলে মাসুমের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে মাসুম তাকে ধর্ষণ করে। রাত সাড়ে ১১টার দিকে ডায়মন্ড কারখানার সামনের একটি খোলা মাঠ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
আশুলিয়া থানার উপপরির্দশক মিন্টু মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাসুম পুলিশের কাছে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই