যৌন চাহিদার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ওয়াইফাই!
মানুষের নিত্যসঙ্গী এখন ওয়াইফাই। বাসাবাড়ি কিংবা অফিসে ওয়াইফাইয়ের উপর নির্ভরশীল অধিকাংশ মানুষ। ওয়াইফাইয়ের চাহিদা এতটাই বেড়েছে যে এটি ছাড়া মানুষের জীবন এখন অচল প্রায়।
এতটাই অচল যে মানুষের ওয়াইফাইয়ের চাহিদা এখন যৌন চাহিদার চেয়েও বেশি। সাম্প্রতিক এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ওয়াইফাই ব্যবহারকারীরদের উপর এই জরিপ চালানো হয়।
জরিপে দেখা গেছে, আমেরিকা ও ইংল্যান্ডের বেশিরভাগ মানুষের দৈনন্দিন চাহিদার তালিকায় সবচেয়ে উপরে রয়েছে ওয়াইফাই। সাধারণ মানুষকে চারটি বিষয়ের মধ্যে পছন্দের তালিকা করতে বলা হয়েছিল। এগুলোর মধ্যে ছিল ওয়াইফাই, যৌন চাহিদা, চকলেট ও অ্যালকোহল।
৪০ শতাংশ মানুষ জানিয়েছেন, তাদের কাছে ওয়াইফাইটাই অধিক গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে যৌন চাহিদা, চকলেট ও অ্যালকোহল।
গবেষকরা বলছেন, পাঁচ বছর আগেও এই সমীক্ষা করলে অন্যকরম ফল দেখা যেত। কারণ, তখনও ইন্টারনেটের এতো বেশি চাহিদা ছিল না। মানুষ এখন ইন্টারনেট ছাড়া একটি মুহূর্তও ভাবতে পারে না। তাই চাহিদার তালিকাও পাল্টে গেছে।
মন্তব্য চালু নেই