এদিক থেকে আমি প্রচণ্ড নির্লজ্জ : রণবীর সিং
আমি আমার শরীর নিয়ে যথেষ্ট স্বচ্ছন্দ। এদিক থেকে আমি প্রচণ্ড নির্লজ্জ। শরীরী খোলামেলা আমার কাছে খুব একটা বড় বিষয় নয়। বলে সটান জানিয়ে দিয়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিং।
এনার্জির ভাণ্ডার বললেও কম বলা হয় রণবীর সিংকে। ক্যামেরা আশপাশে চললে কোনোকিছুই তার কাছে না করার মতো বিষয় নয়, তা সে যায় হোক। তাই তো বেফিকরে ছবিতে (প্রচার অযোগ্য শব্দ) পরা দৃশ্যও একেবার জমিয়ে দিয়েছেন তিনি।
এ কথা অবশ্য নিজে মুখেই স্বীকার করেছেন রণবীর। একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে রণবীর বলেন, “আমি আমার শরীর নিয়ে যথেষ্ট স্বচ্ছন্দ। এদিক থেকে আমি প্রচণ্ড নির্লজ্জ।”
এরপর তিনি বলেন, “সত্যি কথা বলতে শরীরী খোলামেলা আমার কাছে খুব একটা বড় বিষয় নয়। আমার মতে একজন অভিনেতা হিসাবে আমি দর্শককে আমার আরও অন্তরঙ্গ অংশের সঙ্গে পরিচয় করাতে রাজি আছি। আমি আমার আত্মার মধ্যে দর্শককে ঢুকতে দিতে পারি। তাই শরীরী খোলামেলার সঙ্গে তার তুলনা হয় না।”
মন্তব্য চালু নেই