এবার কাজী অফিসে ধর্ষণের শিকার

রাজধানীর রমনা থানাধীন মগবাজার কাজী অফিসে নিজের কাবিননামা তুলতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক নারী। পরে ওই নারী থানায় অভিযোগ দিলে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার এসআই সাইদুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে সাথী আক্তার (২২) নামের এক নারী মগবাজার কাজী অফিসে যান বিয়ের কাবিননামা ওঠাতে। কাজী অফিসের কেরানী অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল হুদা তাকে বলেন, ‘আপনার কাবিননামা তো এখানে নেই। তবে ওয়ারলেস গেট এলাকায় আরেকটা অফিস আছে। সেখানে গেলে পাবেন।’

ওই নারীকে নিয়ে নুরুল হুদা সেখানে যান। কৌশলে ওই কাজী অফিসের ভেতরের একটি বেড রুমে বসান। এরপর তাকে ধর্ষণ করেন বলে বাদীর অভিযোগে বলা হয়েছে।

তিনি আরো জানান, অভিযোগ হাতে পাওয়ার পর দ্রুত ওই জায়গা থেকে নুরুল হুদাকে গ্রেফতার করা হয়। ওয়ারলেস গেটের ওই কাজী অফিসে এখন কোন কাজ-কর্ম হয় না। সেখানে নুরুল হুদা রাতে থাকতেন। আর ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই