কোন বোলারের কাছে সব থেকে বেশি দুর্বল কোহলি?

অনেক আশা থাকলেও পূরণ হয়নি তা। তবে যেটা করেছেন সেটা বিরাট কিছুই। বিরাট কোহলির ডাবল সেঞ্চুরিটা আজ হল না। ১৬৭ রানেই থেমে যেতে হল মঈন আলির বলে।

জানেন কী টেস্টে বিরাট কোহলি কোন বোলারের কাছে সব থেকে বেশি দুর্বল?বেশিবার আউট হয়েছেন? তিনি জেমস অ্যান্ডারসন। ইংরেজ এই বোলার পাঁচ-পাঁচবার টেস্টে বিরাটকে আউট করেছেন।

না, বিরাটকে এর থেকে বেশিবার কোনো বোলার টেস্টে আউট করতে পারেননি। যদিও বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে বিরাট অন্তত জিমি অ্যান্ডারসনের বলে আউট হননি। এবার মঈণ আলীর বলে আউট হয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই