গভীর রাতে সোনমের গোপন অভিসার!

বলিউডের ফ্যাশনেবল গার্ল সোনম কাপুর তার বান্ধবীদের নিয়ে গভীর রাতে ঘোরাফেরা করেন, পার্টিতে যান। এ সময় তার সঙ্গে থাকেন দুই বান্ধবী। একজন ফ্যাশন ডিজাইনার শেহলা খান অন্যজন পেরনিয়া কোরেশি।

সম্প্রতি গভীর রাতে মুম্বাইয়ের রাস্তায় দুই বান্ধবীসহ পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তিনি।

সমালোচকরা বলছেন, গভীর রাতে সোনমের এই ঘোরাঘুরি শুধুই কি মজা করার জন্য নাকি এটা গোপন কোনো অভিসার!



মন্তব্য চালু নেই