ছাত্রলীগের ‘ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেফ ক্যাম্পাস’

বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ‘ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেভ ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচির উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার রাখতে সাত দিনব্যাপী এ কর্মসূচির উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ।

উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘জীবনে ইতিবাচক সাড়া দেয়ার জন্য সময়ের প্রয়োজন নেই। যেকোনো সময় সাড়া দেয়া যেতে পারে।’

তিনি বলেন, ‘আমরা পরীক্ষাকেন্দ্রীক শিক্ষা ব্যবস্থা চাই না। বেশিরভাগ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েও ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়, এমন শিক্ষার প্রয়োজন নেই।’

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, ‘চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে আমরা ভারাক্রান্ত। কিন্তু এ দুঃখে ভেঙে পড়লে চলবে না। আমাদের সব কিছু ভুলে কাজ করতে হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘লক্ষ্য অর্জনের জন্য ছাত্রলীগের পাশাপাশি ক্যাম্পাসের শিক্ষক, ছাত্র ও কর্মচারী সকলকেই এগিয়ে আসতে হবে।’

ছাত্রলীগকে এমন একটি যুগোপযোগী ধারণা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানান মন্ত্রী।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাবি শাখার সভাপতি মেহেদী হাসান মোল্ল্যা ও সাধারণ সম্পাদক ওমর শরীফসহ ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধন করে ওবায়দুল কাদের নিজেই ঝাড়ু হাতে নিয়ে ঢাবির কলাভবনের প্রধান ফটকের সম্মুখভাগ পরিষ্কার করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

এর পরেই ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ঢাবি ক্যাম্পাস পরিচ্ছন্নের কাজ শুরু করে দেয়।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ঢাবি ক্যাম্পাসে ৫০টিরও বেশি ডাস্টবিন দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই