দুর্গাপুরে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও সমাবেশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: দুর্গাপুর উপজেলা ও পৌর যুবলীগ‘র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।

উপজেলা যুবলীগ আহবায়ক আ: হান্নান এর নেতৃত্বে আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ।

বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ পলাশ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশনেন উপজেলা যুবলীগ এর যুগ্ম-আহবায়ক সুমন চৌধুরী পাভেল বলেন, পৌরযুবলীগ সভাপতি নজরুল মড়ল, যুবলীগ নেতা সাদেকুল ইসলাম, মজাহারুল, লোটাস, লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশ আজ জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তাই যুবলীগ কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে কুচক্রীদের প্রচেষ্টকে রুখে দিতে।



মন্তব্য চালু নেই