কলারোয়ায় আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা

কামরুল হাসান,কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় আগামি ১২ নভেম্বর সকাল সাড়ে ৮টায় আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরণ বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ গ্রহণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কশিশনার (ভূমি) সানজিদা জেসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার ময়না, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, ইউপি সচিব আনিছুর রহমান, সহকারী শিক্ষক উৎপল সাহা, যুব অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান, সাংবাদিক এ সাজেদ প্রমুখ।

উল্লেখ্য, আগামি ১২ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক (অতিরিক্তি সচিব) মোঃ আব্দুল হালিম।



মন্তব্য চালু নেই