জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪২৭ জন

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ পেলেন ৪২৭ জন সাংবাদিক। বুধবার রাত ৯টায় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এ তালিকা প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টানানো হয়।

এর আগে প্রেসক্লাবে সদস্য হিসেবে প্রাথমিক তালিকায় ৪৬০ জন সাংবাদিককে রাখা হয়েছিলো। তবে যাচাই-বাছাই শেষে ৩৩ জন এ তালিকা থেকে বাদ পড়েন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ আগস্ট জাতীয় প্রেসক্লাবে নতুন সদস্য নির্বাচনের জন্য ৭৯৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিলো। মনোনয়ন পাওয়া সদস্যদের মধ্যে ৪৬০ জনকে প্রাথমিক সদস্য পদ দেয়া হয়। তবে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ৩৩ জনকে বাদ দিয়ে ৪২৭ জন সাংবাদিককে স্থায়ী সদস্য পদ দেয় প্রেসক্লাব কমিটি।



মন্তব্য চালু নেই