কলারোয়ায় শান্তিপূর্ণভাবে জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষা শুরু
কামরুল হাসান, কলারোয়া : সারাদেশের সাথে সাতক্ষীরার কলারোয়ায় মঙ্গলবার সকাল ১০টা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে.এস.সি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।
কলারোয়া উপজেলার ৪টি কেন্দ্র কলারোয়া পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল ও খোরদো হাইস্কুল কেন্দ্রে এ বছর সর্বমোট ৩,৮৭৮ জন ছাত্র-ছাত্রীর জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণের কথা থাকলেও পরীক্ষার প্রথম দিনে ৩,৭৪১ জন অংশ গ্রহণ করেছে। অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ছাত্র-১,৭৩৯ জন আর ছাত্রী ২,০০২ জন। এদিকে, অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র-৪৭ জন আর ছাত্রী-৯০ জন।
এছাড়া জে.ডি.সি’র একটি কেন্দ্রে ৮৯৩ জন ছাত্র-ছাত্রীর পরীক্ষায় অংশ গ্রহণের কথা থাকলেও প্রথম দিনে ৮৩৪ জন অংশ গ্রহণ করে। যার মধ্যে ছাত্র-৩৮৪ জন এবং ছাত্রী-৪৫০ জন। প্রথম দিনে অনুপস্থিত ৫৯ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র-১৬ জন আর ছাত্রী-৪৩ জন।
উপস্থিত অনুপস্থিত ছাত্র-ছাত্রীর তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার।
মন্তব্য চালু নেই