শিক্ষার্থীদের আয় ভালো, তারাও ‘কর’ দিতে পারে
শিক্ষার্থীদের আয়কর দেয়ার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আজকাল শিক্ষার্থীরাও ভালো আয় করছে। এখন থেকে তারাও কর দিতে পারে।’ তিনি বলেন, ‘কর দেয়ার ক্ষেত্রে কোনো বয়স নেই। যেকোন বয়সের মানুষই কর দিতে পারে। শিক্ষার্থীরাও কর দিতে পারে। কারণ তাদের আয়-রোজগার ভাল।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়কর মেলা-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
নিজের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি ১৯৫৫ সালে প্রথম আয়কর দিয়েছি। আয়কর দেয়া বাহাদুরির ব্যাপার। ওই সময় আয়কর দিয়ে আমার কাছে মনে হয়েছে আমি অনেক বড় একটি কাজ করলাম।’
আয়কর মেলায় শিক্ষার্থীদের লক্ষ্যণীয় উপস্থিতি দেখে মুহিত বলেন, ‘আজকে আয়কর মেলায় স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীকে দেখা গেছে। এটি উৎসাহব্যাঞ্জক। এর ফলে তাদের মাইন্ড সেটে শুরু থেকেই করের ব্যাপারে একটি ইতিবাচক ধারণা তৈরি হবে। পরবর্তীতে কর দেয়ার ক্ষেত্রে যা বিশাল ভূমিকা রাখবে।’
এনবিআর এর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান ও এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।
মন্তব্য চালু নেই