কিশোরগঞ্জে ১একর ২০শতাংশ জমির আলু নষ্ট করেছে দূর্র্বৃত্তরা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর গ্রামের ৩চাষীর ১একর ২০শতাংশ জমির আলু ক্ষেত রাতের আধারে হাল চাষ করে বিনষ্ট করেছে দূর্বৃত্তরা।

সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা গেছে, পানিয়াল পুকুর গ্রামের চাষী মাতনুর রহমান,নূর হক ও আনারুল ইসলামের দাদার ১একর ২০শতাংশ জমি পৈত্রিক সূত্রে অর্ধ শতাব্দি থেকে চাষাবাদ করে আসছে। কিন্তু এই জমির দাবীদার সেজে একই এলাকার রাজিউল গংরা রাতের অন্ধকারে চাষাবাদকৃত আলু ক্ষেতটি হালচাষ করে পুরোপুরি বিনষ্ট করে। এতে করে ওই চাষিরা এক লক্ষ ২০হাজার টাকা ক্ষতিগ্রস্থ হয়। রাজিউল গংরা ৩৭ এস এ খতিয়ান ও ৬৬৪৬ দাগের জমিতে দ্বিতীয়বার চাষাবাদ করার চেষ্ঠা করলে তােেদর জমিতে পুতে দিবে বলে হুুমকি দিচ্ছে।

এ ঘটনায় চাষিরা থানায় মামলা দায়েরের চেষ্ঠা করছে। এ ব্যাপাারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদের সাথে কথা হলে তিনি বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকরা থানায় অভিযোগ করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই