প্রেতাত্মা ভর করেছে, শিশু কণ্যাকে মাথা ঠুকে হত্যা!

প্রেতাত্মা ভর করেছে, এই সন্দেহে মাত্র আড়াই বছরের এক শিশুকন্যাকে মন্দিরের চাতালে মাথা ঠুকে দিয়ে মেরে ফেলেছে এক ব্যক্তি। এই নৃশংস ঘটনায় অভিযোগের আঙুল তোলা হচ্ছে পেশায় রিক্সাচালক অমিত কুমার নামে এক যুবকের দিকে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি পশ্চিম দিল্লির রানহোলা এলাকার। গতকাল সকালে বাচ্চাটিকে বাড়ি থেকে অপহরণ করে ১০০ মিটার দূরে এক মন্দিরের মেঝেতে তার মাথা ঠুকে দেয় অমিত। মারাত্মক আঘাত পায় মেয়েটি। নিখোঁজ মেয়ের সন্ধানে বেরিয়ে তাকে মন্দিরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন। তারা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় মেয়েকে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এদিকে মন্দির থেকেই ধরা পড়ে অমিত।

পুলিশ জানিয়েছে, জেরায় সে বিশেষ মুখ খোলেনি। তবে তার দাবি, সে ভূত-প্রেতদের দেখতে পায়, তাদের ভাষাও বুঝতে পারে। সে টের পেয়েছিল, বাচ্চাটিকে ভূতে ভর করেছে। তাই ভূত তাড়াতেই সে তার মাথা মন্দিরের চাতালে ঠুকে দেয়।

অমিতের এ ধরনের কথাবার্তা থেকে তার মানসিক ভারসাম্য নেই বলে ধারণা হয়েছে পুলিশের। সে মেয়েটিকে পাশবিক নিগ্রহও করেছিল কিনা, জানতে অটোপসি রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এবিপি



মন্তব্য চালু নেই