মিরপুরে ২ বোনকে মারধরের হোতা জীবন গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থীকে (যমজ বোন) মারধরের ঘটনায় হোতা জীবন করিম ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, ‘এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। তাই র্যাব এটি গুরুত্বসহকারে তদন্ত করছিল। তদন্তে জানা যায়, ওই ঘটনার মূল হোতা জীবন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ রাজধানী থেকে জীবনকে গ্রেপ্তার করে।’
প্রসঙ্গত, গত বুধবার ছুটির পর বাসায় ফেরার জন্য কলেজের সামনে বাসের অপেক্ষায় থাকা দুই বোন প্রথমে উত্ত্যক্তের শিকার হয়। এর প্রতিবাদ করায় বখাটে জীবন করিম ওরফে বাবু তাদের মারধর করে ও বাঁশ দিয়ে পেটায়। এতে এক বোনের বাঁ পা ভেঙে যায়, অন্যজনও গুরুতর আহত হয়।
এ ঘটনায় ছাত্রীদের বাবা জীবনসহ তিনজনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন। ওই দিনই জীবনের বন্ধু লুৎফর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য চালু নেই