অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছে ‘তিউনিশিয়ান সাইবার রেসিসটেন্স আল ফালাগা টিম’ নামের একটি হ্যাকার গ্রুপ।

শনিবার বিকাল সোয়া ৬টা পর্যন্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকড অবস্থায় ছিল।

এতে ইংরিজেতে লেখা আছে, ‘হ্যাকড বাই তিউনিশিয়ান সাইবার রেসিসটেন্স আল ফালাগা টিম।’

এতে হ্যাশট্যাগ দিয়ে লেখা রয়েছে- স্টপ দ্য হলোকাস্ট, আলেপ্পো ইজ বার্নিং, সেভ আলেপ্পো, সেভ সিরিয়া।

হ্যাক পোস্টে বিমান হামলায় আহত আলোচিত সিরীয় শিশু ওমরানের ছবি জুড়ে দেয়া হয়।

এছাড়া একটি লেখায় বলা হয়েছে, সিরিয়ায় এক সপ্তাহের বিমান হামলায় দুই শতাধিক বেসামরিক নাগরিক মারা গেছে।



মন্তব্য চালু নেই