স্কুলের হোস্টেলে ছাত্রী গর্ভবতী! কারণ খুজে বের করতে চমকে উঠলো পুলিশ
স্কুলের হোস্টেলে ফের ছাত্রীর গর্ভবতী হওয়ার ঘটনা জানা গেছে। ভারতের ওড়িষ্যার মালকানগিরি জেলার একটি স্কুলের হোস্টেলে গর্ভবতী হয়েছেন এক নবম শ্রেণীর ছাত্রী৷
মালকানগিরি জেলার স্কুল অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্ট পরিচালিত স্কুলের পড়ুয়া ওই ছাত্রীর গর্ভবতী হওয়ার খবর প্রশাসনের নজরে এসেছে৷ ওই ছাত্রী পোডাকোন্ডার তপশিলি জাতি ও উপজানি উন্নয়ন বিভাগ পরিচালিত এক হোস্টেলের আবাসিক বলে জানা গিয়েছে৷ জেলা শিক্ষা কর্মকর্তা মানস কুমার জেনা একথা স্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন, ঘটনা প্রকাশ্যে আসার পর ওই হোস্টেলের সুপারকে সাসপেন্ড করা হয়েছে৷
ইতোমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী কাচেলি গ্রামের বাসিন্দা৷ ছুটির সময় নিজের বাড়িতে গিয়েছিল ওই ছাত্রী৷ এমনকি বাড়ির এলাকায় এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকার কথাও জানতে পেরেছে পুলিশ৷ সেই যুবকের কারণেই ওই ছাত্রী গর্ভবতী হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷
প্রসঙ্গত, এর আগেও কোরাপুট ও কান্ধামাল জেলার স্কুল হোস্টেলের তিন নাবালিকা আবাসিকের গর্ভবতী হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল গোটা রাজ্য জুড়ে।
মন্তব্য চালু নেই