বাড়ি ফেরামাত্র স্কুলছাত্রীকে কোপাল দুর্বৃত্তরা
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চোর মর্দন এলাকায় নিজ বাড়ির আঙিনায় এক স্কুলছাত্রীকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ছাত্রীর নাম তাহমিনা আক্তার (১৫)। আশংকাজনক অবস্থায় তাকে অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, তাহমিনা উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা মো. তফিজউদ্দিন।
পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা শেষে নিজ বাড়ির উঠানে পৌঁছানোর পরপর দুর্বুত্তরা কোপাতে শুরু করে তাহমিনাকে। এ সময় স্কুলের পোশাকও পরে ছিল সে। হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।
মন্তব্য চালু নেই