মদনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শুক্রবার বিকালে নেত্রকোণার মদন উপজেলায় পানিতে ডুবে সৌরভ দাস(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে মদন পৌরসভার ফচিকা গ্রামের সুবাশ চন্দ্র দাসের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতো অন্যান্য শিশুদের সাথে খেলা করার সময় বাড়ির সামনের ডোবায় পড়ে যায়। পরে ডোবা থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, ডোবা থেকে তুলে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।



মন্তব্য চালু নেই