ঠাকুরগাঁওয়ে তথ্য অধিকার দিবস র‌্যালি ও আলোচনা সভা

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ তথ্য অধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও প্রেসক্লাবের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে শেষ হয় । পরে প্রেসক্লাব এর আনিসুল হক মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় ।

আলোচনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্ত্যব রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে রাব্বি, সদর উপজেলা নিবার্হী কমৃকর্তা আশরাফুল ইসলাম ,ঠাকুরগাও সরকারী কলেজের উপাধক্ষ্য আবু বক্কর সিদ্দিক, এতে জেলার ৫ উপজেলার গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই