কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা টিপু সুলতানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা টিপু সুলতান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতুবরণ করেছেন। ( ইন্না— রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) । সোমবার সকালে উপজেলার বাবর মনোহরপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দীন সর্দার জানান, সোমবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মনোহরপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা টিপু সুলতান নিজ বাড়িতে মারা যান। মৃতুকালে তিনি স্ত্রী, ৫ ছেলেসহ অসংখ্য আতœীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
সকাল ১১ টার দিকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) শাহানাজ পারভীন. কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেলাল উদ্দীন সর্দারসহ অন্যান্যে মুক্তিযোদ্ধাবৃন্দ। গার্ড অব অনার প্রদানের পর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই