পুরান ঢাকায় একই পরিবারের চারজন দগ্ধ
রাজধানীর পোস্তায় একটি টিনশেড ঘরে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আগুন লাগার কারণ জানা যায়নি। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার কানিজ ফাতেমা পাপড়ি জানান, বুধবার রাত তিনটার দিকে পোস্তার চামড়া পট্টি এলাকায় ওই ঘরে আগুন লাগে। কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
দগ্ধরা হলেন রেজাউল করিম (২৭), তার স্ত্রী রানী (২২), মেয়ে আনিকা (৩) ও সানজিদা জুঁই (২)।
ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, রেজাউলের শরীর ১৪ শতাংশ, রানীর ২৬ শতাংশ, আনিকার ২৬ শতাংশ এবং জুঁইয়ের শরীরের ৪৭ শতাংশ পুড়ে গেছে।
মন্তব্য চালু নেই