শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আগুনিয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রাজু আহম্মেদ (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

রাজু আহম্মেদ শৈলকুপা উপজেলার হাসনাপিটা গ্রামের ফরিদ বিশ্বাসের ছেলে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, আগুনিয়াপাড়া গ্রামের একটি নির্মাণাধীন ভবনে রাজু আহম্মেদ কাজ করছিলেন। সেসময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার মুত্যু হয়।



মন্তব্য চালু নেই